বিউবো চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ চট্টগ্রামের সিস্টেম লস এবং সিআই রেশিও এর টার্গেট অর্জনে করণীয় বিষয়সমূহ চিহ্নিত করে সে অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেন। যেসব বিভাগ ইতিমধ্যেই টার্গেট অর্জন করেছে এবং যারা টার্গেটের কাছাকাছি অবস্থায় রয়েছে তাদেরকে এই অর্জন ধরে রেখে কাজ করে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বিউবো চেয়ারম্যান ২৯ নভেম্বর কক্সবাজার প্রশিক্ষণ একাডেমির সভাকক্ষে অনুষ্ঠিত বিতরণ দক্ষিণাঞ্চল, বিউবো, চট্টগ্রামের রাজস্ব সভায় এসব কথা বলেন।
সভায় অধিক খেলাপী গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দেওয়া হয়। এছাড়া, দ্রুত প্রি-পেমেন্ট মিটার স্থাপনের সংখ্যাবৃদ্ধি, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া আদায়ে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনারও নির্দেশ দেওয়া হয়।
সভায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সকল সদস্য, মহাব্যবস্থাপক, বাণিজ্যিক পরিচালন, বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী ও চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন প্রকল্পের পরিচালকবৃন্দসহ বিউবো’র সদর দপ্তর ও চট্টগ্রামের উর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।