বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খুলনা বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জনাব রবীন্দ্র নাথ সরকার আজ ১ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর রাতে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর ১১ মাস। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, গুণগ্রাহী ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
জনাব রবীন্দ্র নাথ সরকার ১৯৬৩ সালের ১৫ ডিসেম্বর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালের ২৭ ফেব্রুয়ারি পিডিবিতে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। জনাব রবীন্দ্র নাথ সরকার ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি থেকে খুলনা বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পিডিবি'র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ জনাব রবীন্দ্র নাথ সরকারের অকাল মৃত্যুতে শোকাভিভূত এবং তাঁর বিদেহী আত্মার পারলৌকিক মঙ্গল কামনা করে পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।