আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষ্যে ‘ক্ষমতায়িত নারী, নারীর ক্ষমতায়ন’ শীর্ষক এক সেমিনার ৮ মার্চ বিদ্যুৎ ভবনের মুক্তি হলে অনুষ্ঠিত হয়েছে। বিউবো’র সদস্য কোম্পানি এ্যাফেয়ার্স দেওয়ান সামিনা বানু এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রাম এর উপাচার্য ড. রুবানা হক। বিউবো’র নারী কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে প্রশিক্ষণ ও পেশা উন্নয়ন পরিদপ্তর কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউবো’র সদস্য প্রশাসন মোঃ সাঈদ কুতুব ও সদস্য পরিকল্পনা ও উন্নয়ন প্রকৌশলী ধূর্জটী প্রসাদ সেন। সেমিনারে বিউবো’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সর্বস্তরের নারী কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।