বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও মারুবেনি পাওয়ার এ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম করপোরেশন (এমপিএসসি)-এর মধ্যে “Long Term Service Agreement for 1 (One) Turbine Inspection (1st TI), 1 (One) Combustor Inspection (2nd CI) and 1 (One) Major Overhaul Inspection (1st MI) for Bibiyana 111-400 MW CCCP” বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৯ মার্চ (বৃহস্পতিবার) ঢাকাস্থ বিদ্যুৎ ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান। এসময় বাবিউবো’র সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পরিচালক ক্রয় মোঃ আবু ছাঈদ ও জাপানের মারুবেনি পাওয়ার এ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম করপোরেশনের পক্ষে সংস্থাটির প্রোডাক্ট এ্যান্ড আফটার সার্ভিস প্রতিনিধি মাশাহিরো তাকাইমা।