Wellcome to National Portal
  • 2024-10-28-08-17-6fbcd72b3a8015bd1956c6a3d58ac530
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ August ২০২১

পিডিবি’র চেয়ারম্যান হিসেবে মো. জহুরুল হক এর দায়িত্ব গ্রহণ


প্রকাশন তারিখ : 2020-02-03

Member_Admin

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এর সদস্য প্রশাসন (অতিরিক্ত সচিব) জনাব মো. জহুরুল হক ০২ ফেব্রুয়ারি বিউবো’র চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

মো. জহুরুল হক ১৯৬৩ সালে ভোলা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করে এম.এসসি ডিগ্রী এবং ২০০০ সালে নোরাড ফেলোশিপ প্রোগ্রামের আওতায় নরওয়ে থেকে এমফিল ডিগ্রী অর্জন করেন।

মো. জহুরুল হক ২০১৩ সালের ৬ নভেম্বর হতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত আছেন। তিনি বিউবো’র সচিব পদে আড়াই বছর, সদস্য (অর্থ) পদে ছয় মাস এবং সদস্য (প্রশাসন) পদে তিন বছরের অধিক সময় দায়িত্ব পালন করেছেন । বিউবো’তে যোগদানের আগে তিনি নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. জহুরুল হক বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৯ম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি চাকরি জীবনে বিসিএস কর্মকর্তাদের জন্য আয়োজিত বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে ১ম স্থান অধিকার করে রেক্টর পদক এবং আইন ও প্রশাসন কোর্সে ১ম স্থান অধিকার করে বিশেষ পদক অর্জন করেন। তিনি প্রশিক্ষণ ও পেশাগত কাজে এশিয়া, ইউরোপ এবং আমেরিকার বেশ কয়েকটি দেশ ভ্রমণ করেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।