বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস) এর উদ্যোগে ২৬ মে বিদ্যুৎ ভবনের বিজয়হলে বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবার মানোন্ন য়নে প্রি-পেইড মিটারের ভূমিকা” শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউবো চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ। ডিপ্রকৌস, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউবো’র সদস্য প্রশাসন মো. জহুরুল হক, সদস্য অর্থ সেলিম আবেদ, সদস্য পিএন্ডডি মো. আজহারুল ইসলাম, সদস্য কোম্পানি এ্যাফেয়ার্স মো. মোস্তাফিজুর রহমান, বিতরণ মো. আবু তাহের, আইডিইবি’র সভাপতি এ কেএম এ হামিদ, বিউবো ডিপ্রকৌস র প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ পাওয়ার সেক্টরস ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের আহ্বায়ক মো. ফজলুর রহমান খান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিউবো’র মহাব্যবস্থাপক, বাণিজ্যিক পরিচালন মো.কাওসার আমীর আলী। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাবিউবো ডিপ্রকৌস, কেন্দ্রীয় নির্বাহী পরিষদেরএর সাধারণ সম্পাদক মো.গোলাম মাহবুব।