ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য দেশের সকল ভূমিহীন ও গৃহহীনের পুনর্বাসনের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান নীতিমালা–২০২০ প্রণয়ন করেছে।
এই নীতিমালা অনুযায়ী ব্যক্তিগত উদ্যোগে সর্বোচ্চ ১০ শতাংশ জমির সংস্থান আছে কিন্তু ঘর নেই এমন পরিবারের জন্য গৃহনির্মাণ করে দেয়ার সুযোগ রয়েছে।
নীতিমালায় অনুমোদিত নকশা ও প্রাক্কলন অনুযায়ী নির্মাণ কাজ সম্পন্ন করতে খরচ হবে ১,৭১,০০০/- (এক লক্ষ একাত্তর হাজার টাকা)। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যাঁরা এককভাবে অথবা যৌথভাবে ‘‘গৃহহীনদের গৃহ প্রদানে’’ আগ্রহী তাঁদের আগামী ১ (এক) দিনের মধ্যে চীফ স্টাফ অফিসারের ই-মেইলে নামের তালিকা প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
‘গৃহহীনদের জন্য গৃহ প্রদান সংক্রান্ত নীতিমালা’ ও বিস্তারিত তথ্য বিউবো’র ওয়েবসাইটের নোটিশ বোর্ডের ১নং ক্রমিকে দেয়া আছে। নির্মিতব্য গৃহের মডেল এখানে সংযুক্ত করা হলো।