ভারতের ঝাড়খন্ডে বাস্তবায়নাধীন ১৪৯৬ (২×৭৪৮) মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানির লক্ষ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) এর বিপরীতে একনলেজমেন্ট এন্ড কনসেন্ট এগ্রিমেন্ট ২০ নভেম্বর বিদ্যুৎ ভবনের বোর্ড সভাকক্ষে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও আদানি পাওয়ার (ঝাড়খন্ড) লিমিটেড এর মধ্যে স্বাক্ষরিত হয়। এতে বিদ্যুৎ বিভাগের পক্ষে যুগ্ম সচিব মো. নুরুল আলম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর পক্ষে সচিব সাইফুল ইসলাম আজাদ এবং আদানি পাওয়ার (ঝাড়খন্ড) লিমিটেড এর পক্ষে পরিচালক বিকাশ মণ্ডল স্বাক্ষর করেন। এ সময় বিউবো চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদসহ বিদ্যুৎ বিভাগ, বিউবো এবং আদানি পাওয়ার (ঝাড়খন্ড) লিমিটেড এর উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।