Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ August ২০২১

ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির প্রশিক্ষণ কর্মসূচি এর উদ্বোধন


প্রকাশন তারিখ : 2019-09-08

 

বিদ্যুৎ বিভাগের উদ্যোগে ৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় বিদ্যুৎ বিভাগের সম্মেলন কক্ষে মুজিব বর্ষ (১৭ মার্চ, ২০২০ – ১৭ মার্চ, ২০২১) পালন উপলক্ষ্যে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির প্রশিক্ষণ কর্মসূচি এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিউবো চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, বিদ্যুৎ বিভাগের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ এবং বিদ্যুৎ খাতের সংস্থা ও কোম্পানির প্রধানগণসহ সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তাগণ।

উল্লেখ্য, মুজিব বর্ষ উপলক্ষ্যে দেশের জনগণকে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি উপহার দেওয়ার লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের আওতাধীন সকল সংস্থা এবং কোম্পানির মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ প্রদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৬টি প্রশিক্ষণ কেন্দ্রে “রেগুলার ইলেক্ট্রিশিয়ান কোর্স” এবং “ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রিশিয়ান কোর্স” এর উপর প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে। রেগুলার ইলেক্ট্রিশিয়ান কোর্সে যারা দক্ষতার পরিচয় রাখবেন তাদের ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রিশিয়ান কোর্সে অংশগ্রহণের জন্য নির্বাচন করা হবে। প্রতিটি ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শেষে, একটি নির্দিষ্ট দিনে বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শক এর দপ্তর পরীক্ষা গ্রহণ করে ফলাফল প্রকাশ করবে।

প্রতিটি প্রশিক্ষণ কোর্সের মেয়াদ হবে ৩৬০ ঘন্টা। প্রতি ব্যাচে প্রশিক্ষণার্থীর সংখ্যা হবে ৩৫ জন। প্রতি বছর বিউবো’র প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রে মোট ৫টি করে প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। সে হিসেবে বিশেষ এই প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় আগামী ৫ বছর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রশিক্ষণ কেন্দ্রসমূহে সর্বমোট ৫২৫০ জন বেকার ও অদক্ষ যুবক/যুবমহিলাকে দক্ষ ইলেক্ট্রিশিয়ানে রূপান্তর করা হবে।