বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত ৩৩তম আন্তঃঅফিস ফুটবল প্রতিযোগিতা-২০১৯ কক্সবাজারে সম্পন্ন হয়েছে। ২৯ নভেম্বর কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র ১-০ গোলে কেন্দ্রীয় সচিবালয়, বিউবো, ঢাকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন করে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লি.। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন। এ সময় বোর্ডের সকল সদস্য, প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির সভাপতি ও বিতরণ দক্ষিণাঞ্চল এর প্রধান প্রকৌশলী এবং বিউবোর উধ্বর্তন কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। গত ২৩ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম মাঠে ৩৮টি দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর আগে গত ২৩ নভেম্বর কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন বিউবো’র সদস্য (প্রশাসন) মোঃ জহুরুল হক। টুর্নামেন্টটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিতরণ দক্ষিণাঞ্চল, বিউবো, চট্টগ্রাম।