বিউবো’র আওতাধীন বিতরণ জোন কুমিল্লা ও ময়মনসিংহে ১,৫০,৫৭৫ টি এবং ডিপিডিসির আওতায় ঢাকা মহানগরীতে ১,৪৪,৫০০ প্রি-পেমেন্ট মিটার স্থাপনের লক্ষ্যে ২৬ মে বিদ্যুৎ ভবনের মুক্তি হলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ডিপিডিসি) এর সাথে শেনঝেন স্টার ইন্সট্রুমেন্ট কোং লি. এর চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিউবো চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, ডিপিডিসির চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোহাম্মদ শফিকউল্লাহ ও ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ানসহ বিদ্যুৎ বিভাগ, বিউবো, ডিপিডিসি ও শেনঝেন স্টার ইন্সট্রুমেন্ট কোং লি. এর এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৩৭ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে শেনঝেন স্টার ইন্সট্রুমেন্ট কোং লি. বিউবো’র বিতরণ জোন কুমিল্লার বিক্রয় ও বিতরণ বিভাগ, কুমিল্লা-১/২/৩ ও বিতরণ জোন ময়মনসিংহের বিক্রয় ও বিতরণ বিভাগ, ময়মনসিংহ-১/২/৩ এর আওতাধীন এলাকাসমূহে ১,৪৬,০০০টি কিপ্যাড বেইজ সিঙ্গেল ফেইজ প্রিপেইড মিটার ও ৪,৫৭৫টি কিপ্যাড বেইজ থ্রি ফেইজ প্রিপেইড মিটার স্থাপন করবে। আগামী পাঁচ বছর মিটারের পরিচালন ও সংরক্ষনের কাজ করবে শেনঝেন স্টার ইন্সট্রুমেন্ট কোং লি.।