২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি)'তে অন্তর্ভুক্ত বিউবো'র আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের জুলাই, ২০২২ইং পর্যন্ত সময়ের অগ্রগতি পর্যালোচনা সভা ২৮ আগস্ট, ২০২২ইং তারিখ রবিবার বিদ্যুৎ ভবনস্থ বোর্ড সভাকক্ষে বিউবো চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিউবো’র সদস্যবর্গসহ সংশ্লিষ্ট প্রধান প্রকৌশলীবৃন্দ, প্রকল্প পরিচালকগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।