জাতীয় শুদ্ধাচার পুরস্কার নীতিমালা ২০১৭ এর আলোকে ২০১৭-১৮ অর্থবছরে তিনজন ও ২০১৮-১৯ অর্থবছরে তিনজন কর্মকর্তা-কর্মচারীকে বিউবো’র শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করা হয়। ১৫ জুলাই বিদ্যুৎ ভবনের মুক্তি হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন বিউবো চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ। এসময় বোর্ডের সদস্যবর্গসহ সংশ্লিষ্ট ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৭-১৮ অর্থবছরের জন্য পুরস্কারপ্রাপ্তরা হলেন জনাব মো. আবু তাহের, প্রধান প্রকৌশলী, উৎপাদন (বর্তমানে সদস্য, বিতরণ), জনাব শেখ মো. মাহফুজুল হক, নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ-নিউমুরিং, বিতরণ দক্ষিণাঞ্চল, চট্টগ্রাম ও জনাব মো. খোকা মিয়া, লাইনম্যান-বি, বিক্রয় ও বিতরণ বিভাগ-নেত্রকোনা, বিতরণ অঞ্চল, ময়মনসিংহ এবং ২০১৮-১৯ অর্থবছরের জন্য পুরস্কারপ্রাপ্তরা হলেন জনাব সাইফুল হাসান চৌধুরী, পরিচালক, জনসংযোগ পরিদপ্তর, জনাব খন্দকার মোকাম্মেল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সিইআরএস, টঙ্গী, গাজীপুর ও জনাব মো. নজরুল ইসলাম, ইলেক্ট্রিশিয়ান-ডি, উপকেন্দ্র ১-৪ ইউনিট, ব্যবস্থাপক (সংরক্ষণ), ১-৪ ইউনিট, ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র, নরসিংদী।