Wellcome to National Portal
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ নভেম্বর ২০২২

পিডিবির সঙ্গে সৌদির আকওয়া পাওয়ার কোম্পানির এমওইউ স্বাক্ষর


প্রকাশন তারিখ : 2022-11-29

নবায়নযোগ্য জ্বালানি হতে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিনিয়োগ বিষয়ক এক মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং গত ২৯ নভেম্বর বিদ্যুৎ ভবনের মুক্তি হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নসরুল হামিদ, এমপি। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ সচিব মোঃ হাবিবুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। উক্ত এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ ও সৌদি আরবের আকওয়া পাওয়ার কোম্পানির প্রতিনিধিগণ।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষে এমওইউ-তে স্বাক্ষর করেন বোর্ড সচিব মোহাম্মদ সেলিম রেজা ও সৌদির আকওয়া পাওয়ার কোম্পানি এর পক্ষে কোম্পানির নির্বাহী পরিচালক আয়াদ আল আমরি।