Wellcome to National Portal
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ অক্টোবর ২০২১

“ব্রেস্ট ক্যানসার এ্যাওয়ার্নেস এন্ড স্ক্রিনিং” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2021-10-24

 

বিউবো’র নারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের একদিন ব্যাপী “ব্রেস্ট ক্যানসার এ্যাওয়ার্নেস এন্ড স্ক্রিনিং” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি ২৪ অক্টোবর বিদ্যুৎ ভবনের মুক্তি হলে অনুষ্ঠিত হয়েছে। এসময় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও কম্যুনিটি অনকোলজি সেন্টার (সিওসি) ট্রাস্টের মধ্যে “বিপিডিবি স্যাটেলাইট অনকোলজি ক্লিনিক” শীর্ষক চুক্তি স্বাক্ষরিত হয়। বিউবো’র সদস্য প্রশাসন মোঃ সাঈদ কুতুব এর সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউবো চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়ত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউবো’র সদস্য অর্থ সেখ আকতার হোসেন, সদস্য উৎপাদন প্রকৌঃ মোঃ আশরাফুল ইসলাম, সদস্য বিতরণ প্রকৌঃ মোঃ সামছুল আলম, সদস্য পিএন্ডডি প্রকৌঃ ধূর্জটী প্রসাদ সেন, ন্যাশনাল ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল এর ক্যান্সার এপিডোমাইওলজি বিভাগের প্রধান ডাঃ মোঃ হাবিবুল্লাহ তালুকদার, ক্যান্সার কম্যুনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট এর বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনিকোলজিক্যাল অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সাবেরা খাতুন এবং বিউবো’র মহাব্যবস্থাপক প্রশিক্ষণ মোঃ আবদুস সাত্তার মিয়া।

চুক্তিতে স্বাক্ষর করেন বিউবো চেয়ারম্যান প্রকৌশলী মোঃ বেলায়েত এবং কম্যুনিটি অনকোলজি সেন্টার (সিওসি) ট্রাস্টের সচিব ও প্রধান নির্বাহী মুসাররাত সৌরভ।

উল্লেখ্য, “ব্রেস্ট ক্যানসার এ্যাওয়ার্নেস এন্ড স্ক্রিনিং” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে বিউবো’র ৩শ ৩১ জন নারী কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

 


Share with :

Facebook Facebook